বিনোদন
ছবি: সংগৃহীত

বিয়ের ঠিক ২ ঘণ্টা আগে প্রেমিকের সঙ্গে শেষ দেখা, আবেগঘন ভিডিও ঘিরে আলোচনা।

নিজেস্ব প্রতিবেদক:

কথা না বলেও অনেক সময় আবেগ প্রকাশ পায়। ঠিক তেমনই এক আবেগঘন মুহূর্তের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া।

ভিডিওতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর মাত্র কিছু সময় আগে এক তরুণী কনের সাজে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। বরযাত্রী আসার আগেই, জীবনের নতুন অধ্যায়ে পা দেওয়ার ঠিক পূর্বমুহূর্তে, তিনি দেখা করেন তার সাবেক প্রেমিকের সঙ্গে।

গাড়ির পেছনের সিটে বসে থাকা কনের মুখে ছিল চাপা উৎকণ্ঠা আর ভারী নীরবতা। গাড়ি থামতেই লেহেঙ্গা সামলে দ্রুত এগিয়ে যান এক তরুণের দিকে। সামনে দাঁড়ানো মানুষটিকে দেখেই আবেগ ধরে রাখতে পারেননি তিনি। কান্নায় ভেঙে পড়েন তরুণী।

ভিডিওতে দেখা যায়, তরুণটি তাকে শান্ত করার চেষ্টা করেন। মাথায় হাত বুলিয়ে দেন, বুকে টেনে নেন। বিদায়ের মুহূর্তে তরুণীকে সান্ত্বনা দিতে তার কপালে চুমু খান তিনি। কিছুক্ষণ পর চোখের জল মুছেই আবার গাড়িতে উঠে পড়েন তরুণী। তবে বিদায়ের পরও তার কান্না থামেনি।

এই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কেউ এটিকে ভালোবাসার শেষ অধ্যায় বলছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন এমন আচরণের যৌক্তিকতা নিয়েও। আবেগ আর বাস্তবতার দ্বন্দ্বে ভরা এই ভিডিও ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে।

মতামত দিন