বিনোদন
ছবি: সংগৃহীত

ইডেন কলেজ ছাত্রীকে বিয়ে করলেও গায়ক নোবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলার চার্জশিট দাখিল।

নিজেস্ব প্রতিবেদক:

ইডেন কলেজের এক ছাত্রীকে বিয়ে করলেও গায়ক নোবেলের বিরুদ্ধে চলমান ধর্ষণ মামলার প্রক্রিয়া এখন আদালতে পৌঁছেছে। সম্প্রতি ডেমরা থানার উপপরিদর্শক একটি চার্জশিট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করেছেন।


নারী ও শিশু নির্যাতন দমন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র উপস্থাপন করা হবে। পরে এটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে।

নোবেলের আইনজীবী জানিয়েছেন, মামলার বাদীকে নোবেল বিয়ে করেছেন এবং বর্তমানে তারা সংসার করছেন। তবে মামলার তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর গায়ক ও ছাত্রী একটি সম্পর্ক শুরু করেন। ২০২৪ সালের নভেম্বরে নোবেল ছাত্রীকে স্টুডিও দেখানোর কথা বলে বাসায় নিয়ে যান এবং সেখানে তাকে আটকে রাখেন। অভিযোগে উল্লেখ, মোবাইল ও অর্থ কেড়ে নেওয়া, ধর্ষণ এবং ভিডিও ধারণের ঘটনা ঘটেছে।

ছাত্রীর পরিবার পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করেন। তদন্তে নোবেলকে সহযোগিতা করা আরও কয়েকজনের নাম-ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। প্রয়োজন হলে পরবর্তীতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে।

আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু নোবেল বাদীকে বিয়ে করেছেন, তাই আদালতে আপসনামা দেওয়ার পর মামলাটি নিষ্পত্তি হতে পারে। তবে এ বিষয়ে নোবেলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন