বিনোদন
ছবি: সংগৃহীত

শুভশ্রীর মেসির সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টকে ঘিরে সন্তানকে হত্যার হুমকি।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সম্প্রতি লিওনেল মেসির সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এমনকি তার সন্তানকে নিয়েও হত্যার হুমকির ঘটনা ঘটেছে।

এই ঘটনার পর অভিনেত্রী নিজেই মুখ খুলেছেন এবং পরিস্থিতি পরিষ্কার করেছেন।

শুভশ্রী বলেন, তিনি সেখানে শুধুমাত্র আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রথমে হোটেলে গিয়ে মেসির সঙ্গে দেখা করেন এবং ছবি তুলেন। এরপর পিআর টিমের অনুরোধে মাঠে যান। মাঠে থাকার সময় পিআর টিমই ছবি পোস্ট করেন, তবে প্রযুক্তিগত সমস্যার কারণে তা অনেক পরে প্রকাশিত হয়।

নায়িকা ভিডিওতে প্রশ্ন তোলেন, ‘‘ সত্যিই কি জনতা আমার জন্য মেসিকে দেখতে পায়নি? তাহলে কেন আমাকে এবং বিশেষ করে আমার সন্তানদের নিয়ে এত তীব্র সমালোচনা করা হচ্ছে?’’ তিনি স্পষ্ট করেছেন, তার উদ্দেশ্য কোনোভাবেই অনুরাগীদের হতাশ করা বা জনতার টাকা অপচয় করা নয়।

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড় ওঠে। কেউ লিখেছেন, ‘জনতার টাকায় আপনারা ফুটেজ খাচ্ছেন,’ কেউ বলেছেন, ‘যুবভারতী যখন রণক্ষেত্র, তখন মেসির সঙ্গে ছবি দিয়ে কেন অনুরাগীদের দুঃখ বাড়াচ্ছেন?’ অনেকে নায়িকার ফুটবল বোঝার যোগ্যতাকে প্রশ্নও তুলেছেন। এমনকী কিছু মানুষ অভিমত দিয়েছেন, জনতার চাঁদা দিয়ে বিনোদন নেওয়া ঠিক হয়নি।

শুভশ্রী বলেন, তিনি সবসময়ই নিজের কাজ ও দর্শকদের প্রতি সম্মান প্রদর্শন করতে চেষ্টা করেন। তিনি অনুরোধ করেছেন, তার সন্তান এবং পরিবারের প্রতি হুমকি না দেওয়া হোক এবং পরিস্থিতি নিয়ে অযাচিত সমালোচনা করা থেকে বিরত থাকা উচিত।

উল্লেখযোগ্য, এই ঘটনা শোনা মাত্রই পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী আইনের দ্বারস্থ হয়েছেন। তবে নায়িকার পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে, তার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য বা অনিয়ম ছিল না, সবকিছু ছিল আমন্ত্রণ ও প্রফেশনাল কার্যক্রমের অংশ।

মতামত দিন