আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

কক্সবাজারের শাহপরীরদ্বীপে মিয়ানমার সেনাদের হাতে বাংলাদেশি ৯ জেলে আটক।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে মাছ ধরতে গিয়ে ৯ জেলেকে আটক করেছে মিয়ানমারের আরাকান আর্মি। ঘটনার সময় এটি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালেই ঘটেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাফিজ নাদিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক জেলেদের মধ্যে রয়েছেন— ডাঙরপাড়ার বাসিন্দা মনজুর আলম (২৮), মো. আব্দুল্লাহ (২৬), মো. আনোয়ার (২৭), ওমর ফারুক (১৭), জাফর আলম (১৬), কবির আহমেদ (৫৫), মো. রাসেল (২৬), জসিম আহমেদ (১৮) এবং মো. ইব্রাহিম (২১)।

স্থানীয় জেলে মো. বেলাল জানান, তারা ইঞ্জিনচালিত দুটি নৌকায় মাছ ধরছিলেন। তখন আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে জেলেদের ধাওয়া দেয় এবং ৯ জনকে আটক করে। তিনি উল্লেখ করেন, সাগরে মাছ ধরার সময় কখনও কখনও জেলেরা অজান্তেই মিয়ানমারের জলসীমায় চলে যান।

ইউএনও মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, বিষয়টি কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে মনিটরিং করা হচ্ছে। ঘটনার প্রকৃত অবস্থা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মতামত দিন