আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

প্রবাসী শিল্প শ্রমিকদেরকে সুখবর দিলো সৌদি আরব।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবের মন্ত্রিসভা দেশটির শিল্প লাইসেন্সধারী প্রতিষ্ঠানে কাজ করা প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ‘প্রবাসী ফি’ বাতিল করেছে। যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত গ্রহণের পেছনে সরকারের অর্থনৈতিক উন্নয়ন নীতি এবং শিল্প খাতকে শক্তিশালী করার লক্ষ্য উল্লেখ করা হয়েছে।

সিইডিএ বা কাউন্সিল অব ইকোনমিক এন্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স-এর সুপারিশের ভিত্তিতে প্রবাসী শ্রমিকদের জন্য ফি তুলে নেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এতে শিল্প খাতে কর্মরত বিদেশি শ্রমিকদের জীবনমান উন্নত হবে, স্থানীয় কারখানাগুলোর কার্যক্রম স্থিতিশীল হবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা আরও শক্তিশালী হবে।

শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বন্দর আলখোরায়েফ বলেন, “ফি বাতিলের ফলে শিল্প খাত আরও টেকসই হবে এবং প্রবাসী শ্রমিকদের যোগদান সহজ হবে। এটি দেশীয় শিল্প ও অর্থনীতিকে সহায়তা করবে।” তিনি সৌদি রাজা সালমান এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সৌদি আরবের বর্তমান নীতি অনুযায়ী, দেশটি ‘সৌদি ভিশন ২০৩০’ বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতির বৈচিত্র্য আনতে কাজ করছে। জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানো, শিল্প খাতের স্থায়িত্ব বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার যোগ্যতা বৃদ্ধিই এর মূল লক্ষ্য। ফি বাতিলের পদক্ষেপকে এই দীর্ঘমেয়াদি নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া, নতুন সিদ্ধান্তের ফলে দেশটিতে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে স্থানীয় এবং আন্তর্জাতিক শিল্প প্রতিষ্ঠানগুলো প্রবাসী শ্রমিক নিয়োগে আগ্রহী হবে, কারণ অতিরিক্ত ফি আর নেই। মন্ত্রিসভা জানিয়েছে, ভবিষ্যতে শিল্প খাতের জন্য কর্মসূচি এবং প্রণোদনা আরও বাড়ানো হতে পারে, যা দেশের অর্থনীতি ও শিল্প উন্নয়নে ভূমিকা রাখবে।

মতামত দিন