ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ ঘিরে মার্কিন নৌঅবরোধ, ট্রাম্পের নতুন নির্দেশ।
ভেনেজুয়েলা থেকে তেল পরিবহনে যুক্ত নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজগুলো আটকে দিতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এ সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানান তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে অবৈধভাবে নেওয়া তেল ও সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত ভেনেজুয়েলার তেল পরিবহন বন্ধ থাকবে। এ উদ্দেশ্যে ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনীর একটি বড় বহর মোতায়েন করা হয়েছে। বহরে বিমানবাহী রণতরীও রয়েছে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের দাবি, এই সামরিক তৎপরতা মাদক পাচার ঠেকানোর অংশ। তবে কারাকাসের অভিযোগ ভিন্ন। দেশটির মতে, বামপন্থি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাতে অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ মাদুরোর সরকারকে বৈধ বলে মানে না।
এর আগে ভেনেজুয়েলা থেকে রপ্তানিকৃত একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে ট্রাম্প প্রশাসন। নতুন করে জাহাজ চলাচলে বাধা দেওয়া হলে দেশটির অর্থনীতি আরও চাপে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
ওপেকের হিসাব অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি প্রমাণিত তেল মজুত রয়েছে ভেনেজুয়েলার—পরিমাণ প্রায় ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল।

মতামত দিন